المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
199 - وَعَن بهز بن حَكِيم عَن أَبِيه عَن جده قَالَ: " قلت يَا رَسُول الله عوراتنا مَا نأتي مِنْهَا وَمَا نذر؟ قَالَ: احفظ عورتك إِلَّا من زَوجتك أَو مَا ملكت يَمِينك، قلت: فَإِذا كَانَ الْقَوْم بَعضهم فِي بعض؟ قَالَ إِن اسْتَطَعْت أَن لَا يَرَاهَا أحد فَلَا يرينها، قلت: فَإِذا كَانَ أَحَدنَا خَالِيا؟ قَالَ: فَالله تبَارك وَتَعَالَى أَحَق أَن يستحيى مِنْهُ من النَّاس " رَوَاهُ أَحْمد، وَأَبُو دَاوُد، وَابْن ماجة، وَالنَّسَائِيّ، (وَالتِّرْمِذِيّ وَحسنه، وَإِسْنَاده ثَابت إِلَى بهز، وَهُوَ ثِقَة عِنْد الْجُمْهُور) .
অনুবাদঃ তাঁর দাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল! আমাদের সতর (গোপন অঙ্গসমূহ) সম্পর্কে (আমাদের জন্য) কী করা বৈধ আর কী বর্জনীয়?” তিনি বললেন, “তুমি তোমার সতরকে সংরক্ষিত রাখো, তবে তোমার স্ত্রী অথবা তোমার মালিকানাধীন দাসী (এর সামনে প্রকাশ করা বৈধ)।” আমি বললাম, “যদি লোকজন একত্রিত থাকে (তখন কী হবে)?” তিনি বললেন, “যদি তুমি এমন করতে সক্ষম হও যে তোমার সতর কেউ দেখবে না, তবে যেন কেউ তা না দেখে।” আমি বললাম, “যদি আমাদের কেউ একা থাকে?” তিনি বললেন, “মানুষ অপেক্ষা আল্লাহ্ তাবারাকা ওয়া তা‘আলা (তাঁর সামনে) লজ্জা পাওয়ার অধিক হকদার।”