المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
المحرر في الحديث (201)
201 - وَرَوَى عَن أبي مُوسَى: " أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ كَانَ قَاعِدا فِي مَكَان فِيهِ مَاء قد انْكَشَفَ عَن رُكْبَتَيْهِ أَو ركبته - فَلَمَّا دخل عُثْمَان غطاها ".
অনুবাদঃ আবূ মূসা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক স্থানে উপবিষ্ট ছিলেন যেখানে পানি ছিল এবং তাঁর হাঁটুদ্বয় অথবা তাঁর হাঁটু অনাবৃত ছিল। অতঃপর যখন উসমান (রাদিয়াল্লাহু আনহু) প্রবেশ করলেন, তখন তিনি তা ঢেকে দিলেন।