الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (220)


220 - وَعَن عَائِشَة قَالَت: " كَانَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ يستفتح الصَّلَاة بِالتَّكْبِيرِ وَالْقِرَاءَة ب {الْحَمد لله رب الْعَالمين} وَكَانَ إِذا ركع لم يشخص رَأسه وَلم يصوبه
وَلَكِن بَين ذَلِك، وَكَانَ إِذا رفع رَأسه من الرُّكُوع لم يسْجد حَتَّى يَسْتَوِي قَائِما وَكَانَ إِذا رفع رَأسه من السَّجْدَة لم يسْجد حَتَّى يَسْتَوِي جَالِسا وَكَانَ يَقُول فِي كل رَكْعَتَيْنِ التَّحِيَّة، وَكَانَ يفرش رجله الْيُسْرَى وَينصب رجله الْيُمْنَى وَكَانَ ينْهَى عَن عقبَة الشَّيْطَان وَينْهَى أَن يفترش الرجل ذِرَاعَيْهِ افتراش السَّبع، وَكَانَ يخْتم الصَّلَاة بِالتَّسْلِيمِ " رَوَاهُ مُسلم.




অনুবাদঃ আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দ্বারা সালাত শুরু করতেন এবং ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন’ (সূরা ফাতিহা) দ্বারা কিরাআত শুরু করতেন। যখন তিনি রুকু করতেন, তখন মাথা খুব উঁচুও করতেন না, আবার খুব নিচুও করতেন না, বরং এর মধ্যবর্তী রাখতেন। যখন তিনি রুকু থেকে মাথা উঠাতেন, তখন সোজা দাঁড়িয়ে না যাওয়া পর্যন্ত সিজদা করতেন না। যখন তিনি সিজদা থেকে মাথা উঠাতেন, তখন সোজা বসে না যাওয়া পর্যন্ত (পরের) সিজদা করতেন না। আর তিনি প্রতি দুই রাকাত পর ‘আত্তাহিয়্যাতু’ (তাশাহহুদ) পড়তেন। তিনি বাম পা বিছিয়ে দিতেন এবং ডান পা খাড়া করে রাখতেন। তিনি ‘উকবাতুশ শায়ত্বান’ (শয়তানের বসার ধরন) থেকে নিষেধ করতেন এবং নিষেধ করতেন যে, কেউ যেন জন্তু-জানোয়ারের মতো দুই বাহু বিছিয়ে না দেয়। আর তিনি সালামের মাধ্যমে সালাত শেষ করতেন। (মুসলিম)