الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (10)


10 - حَدَّثَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ السِّجِسْتَانِيُّ، ثنا الْحَسَنُ بْنُ عَلِيٍّ السَّكُونِيُّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ رَاشِدِ بْنِ دَاوُدَ، عَنْ يَعْلَى بْنِ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ : حَدَّثَنِي أَبِي شَدَّادُ بْنُ أَوْسٍ وَعُبَادَةُ حَاضِرٌ فَصَدَّقَهُ وَقَالَ : بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : ` فِيكُمْ غَرِيبٌ ؟ يَعْنِي : أَهْلَ الْكِتَابِ، فَقُلْنَا : لا يَا رَسُولَ اللَّهِ ! فَأَمَرَ بِغَلْقِ الْبَابِ، وَقَالَ : ` ارْفَعُوا أَيْدِيَكُمْ فَقُولُوا : لا إِلَهَ إِلا اللَّهُ `، فَرَفَعْنَا أَيْدِيَنَا سَاعَةً، ثُمَّ قَالَ : ` اللَّهُمَّ إِنَّكَ بَعَثْتَنِي بِهَذِهِ الْكَلِمَةِ، وَأَمَرْتَنِي بِهَا، وَوَعَدْتَنِي عَلَيْهَا الْجَنَّةَ، وَإِنَّكَ لا تُخْلِفُ الْمِيعَادَ `، ثُمَّ قَالَ : ` أَبْشِرُوا فَإِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكُمْ ` . قَالَ الْبَزَّارُ : وَهَذَا لا نَعْلَمُهُ يُرْوَى إِلا بِهَذَا الإِسْنَادِ . *




অনুবাদঃ শাদদাদ ইবনু আওস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যখন উবাদাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি তার বর্ণনাটি সমর্থন করেছিলেন। তিনি (শাদদাদ) বলেন:

আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বাইআত করছিলাম। তখন তিনি বললেন: "তোমাদের মাঝে কি কোনো অপরিচিত লোক আছে?"—অর্থাৎ আহলে কিতাবের (ইয়াহুদি বা খ্রিস্টান) কেউ। আমরা বললাম: "না, ইয়া রাসূলাল্লাহ!"

অতঃপর তিনি দরজা বন্ধ করার নির্দেশ দিলেন এবং বললেন: "তোমরা তোমাদের হাত উঠাও এবং বলো: ’লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই)।" আমরা কিছুক্ষণ আমাদের হাত তুলে রাখলাম।

এরপর তিনি বললেন: "(হে আল্লাহ!) নিশ্চয়ই আপনি আমাকে এই কালেমা দিয়ে পাঠিয়েছেন, আপনি আমাকে এর নির্দেশ দিয়েছেন, এবং এর বিনিময়ে আমাকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। আর নিশ্চয়ই আপনি আপনার ওয়াদা ভঙ্গ করেন না।"

অতঃপর তিনি বললেন: "তোমরা সুসংবাদ গ্রহণ করো! আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন।"