مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
مجمع الزوائد (18651)
18651 - وَعَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: " «سَلُوا اللَّهَ الْفِرْدَوْسَ ; فَإِنَّهَا سُرَّةُ الْجَنَّةِ، وَإِنَّ أَهْلَ الْفِرْدَوْسِ لَيَسْمَعُونَ أَطِيطَ الْعَرْشِ» ".
رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَفِيهِ جَعْفَرُ بْنُ الزُّبَيْرِ، وَهُوَ مَتْرُوكٌ.
অনুবাদঃ আবূ উমামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "তোমরা আল্লাহর নিকট জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করো। কারণ তা হলো জান্নাতের মধ্যস্থল (বা শ্রেষ্ঠতম অংশ), আর ফিরদাউসের অধিবাসীরা আরশের কিচিরমিচির শব্দ (বা ভারবহনের শব্দ) শুনতে পাবে।"