كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
3453 - حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، ثنا جَرِيرٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، قَالَ : قَالَ سَعِيدُ بْنُ عَامِرِ بْنِ حُذَيْمٍ : مَا أَنَا بِمُتَخَلِّفٍ عَنِ الْعِتْقِ الأَوَّلِ بَعْدَ إِذْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ` يُجْمَعُ النَّاسُ لِلْحِسَابِ فَيَجِيءُ فُقَرَاءُ الْمُسْلِمِينَ فَيَدِفُّونَ كَمَا يَدِفُّ الْحَمَامُ، فَيُقَالُ لَهُمْ : قِفُوا فِي الْحِسَابِ، فَيَقُولُونَ : وَاللَّهِ مَا عَلَيْنَا مِنْ حِسَابٍ، مَا تَرَكْنَا مِنْ شَيْءٍ، فَيَقُولُ لَهُمْ رَبُهُّمْ تَبَارَكَ وَتَعَالَى : صَدَقَ عِبَادِي وَيَفْتَحُ لَهُمْ بَابَ الْجَنَّةِ، فَيَدْخُلُونَ قَبْلَ النَّاسِ بِسَبْعِينَ عَامًا ` . قَالَ الْبَزَّارُ : لا نَعْلَمُهُ يُرْوَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلا مِنْ هَذَا الْوَجْهِ *
অনুবাদঃ সাঈদ ইবনু আমির ইবনু হুযাইম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রথম মুক্তিপ্রাপ্তদের দল থেকে পিছিয়ে থাকব না, যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
"মানুষকে হিসাবের জন্য একত্রিত করা হবে। তখন মুসলিমদের দরিদ্ররা এমনভাবে ঝাঁক বেঁধে আসবে, যেমন কবুতরের ঝাঁক আসে। তখন তাদের বলা হবে: ’হিসাবের জন্য থামো!’ তারা বলবে: ’আল্লাহর কসম! আমাদের উপর কোনো হিসাব নেই; আমরা [পার্থিব জগতে] কোনো কিছুই পিছনে ফেলে আসিনি [যা দ্বারা হিসাব নেওয়া হবে]। তখন তাদের রব, আল্লাহ তাবারাকা ওয়া তা’আলা তাদের বলবেন: ’আমার বান্দারা সত্য বলেছে।’ অতঃপর তিনি তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। ফলে তারা [অন্যান্য] মানুষের সত্তর বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে।"