الحديث


مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ





مجمع الزوائد (97)


97 - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ: «قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " إِنَّ بَيْنَ يَدَيِ الرَّحْمَنِ لَلَوْحًا فِيهِ ثَلَاثُمِائَةٍ وَخَمْسَ عَشْرَةَ شَرِيعَةً، يَقُولُ الرَّحْمَنُ - عَزَّ وَجَلَّ -: وَعِزَّتِي وَجَلَالِي، لَا يَأْتِي عَبْدٌ مِنْ عِبَادِي لَا يُشْرِكُ بِي شَيْئًا فِيهِ وَاحِدَةٌ مِنْهَا إِلَّا دَخَلَ الْجَنَّةَ».
رَوَاهُ أَبُو يَعْلَى، وَفِي إِسْنَادِهِ عَبْدُ اللَّهِ بْنُ رَاشِدٍ، وَهُوَ ضَعِيفٌ.




অনুবাদঃ আবূ সাঈদ আল-খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "নিশ্চয়ই পরম করুণাময় (আর-রাহমান)-এর সামনে একটি ফলক (লাওহ) রয়েছে, যাতে তিনশো পনেরোটি শরীয়ত (বিধি বা আইন) লিপিবদ্ধ আছে। পরম করুণাময়, মহাপরাক্রমশালী ও মহিমান্বিত, বলেন: 'আমার সম্মান ও আমার মহিমার কসম! আমার বান্দাদের মধ্যে এমন কোনো বান্দা আমার কাছে আসবে না, যে আমার সাথে কোনো কিছুকে শরীক করে না, এবং যে ওইগুলোর (ঐ শরীয়তগুলোর) মধ্যে কোনো একটিকে ধারণ করে, তবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে।"