الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (111)


111 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أُسَيْدٍ الْبَاهِلِيُّ، ثنا عَبَّادٌ يَعْنِي : ابْنَ عَبَّادٍ الْمُهَلَّبِيَّ ثنا فَضْلُ بْنُ يَسَارٍ، قَالَ : سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَلِيٍّ، وَسُئِلَ عَنْ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` لا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلا يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ ` . فَأَدَارَ دَارَةً وَاسِعَةً فِي الأَرْضِ، ثُمَّ أَدَارَ فِي وَسَطِ الدَّارَةِ دَارَةً، فَقَالَ : الدَّارَةُ الأُولَى الإِسْلامُ، وَالدَّارَةُ الَّتِي فِي وَسَطِ الدَّارَةِ الإِيمَانُ، فَإِذَا زَنَى خَرَجَ مِنَ الإِيمَانِ إِلَى الإِسْلامِ، وَلا يُخْرِجُهُ مِنَ الإِسْلامِ إِلا الشِّرْكُ ` . *




অনুবাদঃ মুহাম্মদ ইবনে আলী (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত,

তাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো: “ব্যভিচারী যখন ব্যভিচার করে, তখন সে মুমিন (ঈমানদার) থাকে না। আর চোর যখন চুরি করে, তখন সে মুমিন থাকে না।”

তখন তিনি (মুহাম্মদ ইবনে আলী) মাটিতে একটি প্রশস্ত গোল রেখা টানলেন। অতঃপর সেই গোল রেখার মাঝখানে আরেকটি গোল রেখা টানলেন।

এরপর তিনি বললেন: প্রথম গোল রেখাটি হলো ‘ইসলাম’, আর এর মাঝখানের গোল রেখাটি হলো ‘ঈমান’।

সুতরাং যখন কোনো ব্যক্তি ব্যভিচার করে, তখন সে (ভেতরের) ঈমানের স্তর থেকে বের হয়ে (বাইরের) ইসলামের স্তরে চলে আসে। আর শিরক (আল্লাহর সাথে অংশীদার স্থাপন) ছাড়া অন্য কোনো কিছুই তাকে ইসলাম থেকে বের করে দেয় না।