كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
114 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَعَلِيُّ بْنُ مُسْلِمٍ، قَالا : ثنا أَبُو دَاوُدَ، ثنا أَبُو عُبَادَةَ الأَنْصَارِيُّ، ثنا الزُّهْرِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ : كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْجُحْفَةِ، فَقَالَ : ` أَلَيْسَ تَشْهَدُونَ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، وَأَنَّ الْقُرْآنَ جَاءَ مِنْ عِنْدِ اللَّهِ ؟ `، قُلْنَا : بَلَى، قَالَ : ` فَأَبْشِرُوا فَإِنَّ هَذَا الْقُرْآنَ طَرَفُهُ بِيَدِ اللَّهِ وَطَرَفُهُ بِأَيْدِيكُمْ فَتَمَسَّكُوا بِهِ، فَإِنَّكُمْ لَنْ تَهْلِكُوا وَلَنْ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا ` . قَالَ الْبَزَّارُ : لا نَعْلَمُهُ يُرْوَى عَنْ جُبَيْرٍ إِلا مِنْ هَذَا الْوَجْهِ . *
অনুবাদঃ জুবাইর ইবনে মুতঈম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুহফাহ নামক স্থানে ছিলাম। তখন তিনি (রাসূল ﷺ) বললেন, "তোমরা কি এই সাক্ষ্য দাও না যে, আল্লাহ্ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই; আর আমি আল্লাহ্র রাসূল, এবং নিশ্চয়ই এই কুরআন আল্লাহ্র পক্ষ থেকে এসেছে?"
আমরা বললাম, "হ্যাঁ, অবশ্যই (সাক্ষ্য দেই)।"
তিনি বললেন, "তাহলে সুসংবাদ গ্রহণ করো! নিশ্চয়ই এই কুরআনের এক প্রান্ত রয়েছে আল্লাহ্র হাতে, আর অপর প্রান্ত রয়েছে তোমাদের হাতে। অতএব, তোমরা তা দৃঢ়ভাবে ধারণ করো। কারণ, এর (কুরআন) পরে তোমরা কখনোই ধ্বংস হবে না এবং কখনো পথভ্রষ্ট হবে না।"