كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
134 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سَيْفٍ، ثنا سَعِيدٌ، ثنا عُمَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ فِي حَجَّةِ الْوَدَاعِ : ` نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مَقَالَتِي فَوَعَاهَا، فَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ، ثَلاثٌ لا يُغِلُّ عَلَيْهِنَّ قَلْبُ امْرِئٍ مُؤْمِنٍ : إِخْلَاصُ الْعَمَلِ لِلَّهِ، وَالْمُنَاصَحَةُ لأَئِمَّةِ الْمُسْلِمِينَ، وَلُزُومُ جَمَاعَتِهِمْ فَإِنَّ دُعَاءَهُمْ يُحِيطُ مِنْ وَرَائِهِمْ ` . قَالَ الْبَزَّارُ : سَعِيدٌ وَعُمَرُ لَمْ يُتَابَعَا عَلَى حَدِيثِهِمَا . حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، ثنا دَاوُدُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، ثنا عَمْرُو بْنُ قَيْسٍ الْمُلَائِيُّ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ : فَذَكَرَ نَحْوَهُ . *
অনুবাদঃ আবু সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় বলেছেন:
"আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সতেজ ও উজ্জ্বল করুন যে আমার কথা শুনলো, তারপর তা সংরক্ষণ করলো এবং অনুধাবন করলো। কারণ, জ্ঞানের (ফিকহ-এর) এমন অনেক বাহক আছে যে নিজে ফকীহ (ইসলামী আইনজ্ঞ) নয়।
তিনটি বিষয় এমন রয়েছে, যেগুলোর কারণে কোনো মুমিন ব্যক্তির অন্তর বিদ্বেষ পোষণ করে না বা কলুষিত হয় না:
১. আল্লাহর জন্য আমলের ক্ষেত্রে ইখলাস (একনিষ্ঠতা) থাকা।
২. মুসলিম নেতৃবৃন্দের প্রতি কল্যাণ কামনা করা (সদাচরণ ও উপদেশ প্রদান করা)।
৩. এবং তাদের জামাআতকে (মূল দলকে) আঁকড়ে ধরে থাকা।
কারণ, তাদের (জামাআতের) দোয়া তাদের পেছন থেকে তাদেরকে পরিবেষ্টন করে রাখে (এবং রক্ষা করে)।"