كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
170 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ثنا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي أَبُو عَبْدِ اللَّهِ الأَسَدِيُّ، أَنَّهُ سَمِعَ وَابِصَةَ بْنَ مَعْبَدٍ الأَسَدِيَّ يَقُولُ : أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْأَلُهُ عَنِ الْبِرِّ وَالإِثْمِ، فَقَالَ : ` يَا وَابِصَةُ ! جِئْتَ تَسْأَلُنِي عَنِ الْبِرِّ وَالإِثْمِ ؟ `، قُلْتُ : وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ إِنَّهُ الَّذِي جِئْتُ أَسْأَلُكَ عَنْهُ، قَالَ : ` الْبِرُّ مَا انْشَرَحَ صَدْرُكَ، وَالإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ أَوْ كَانَ فِي صَدْرِكَ وَإِنْ أَفْتَاكَ عَنْهُ النَّاسُ ` . قَالَ الْبَزَّارُ : أَبُو عَبْدِ اللَّهِ الأَسَدِيُّ لا نَعْلَمُ أَحَدًا سَمَّاهُ . *
অনুবাদঃ ওয়াবিসাহ ইবনু মা’বাদ আল-আসাদী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পুণ্য (আল-বির্র) এবং পাপ (আল-ইছম) সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আগমন করলাম।
তখন তিনি বললেন, "হে ওয়াবিসাহ! তুমি কি আমার কাছে পুণ্য ও পাপ সম্পর্কে জানতে এসেছ?"
আমি বললাম, সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন! আমি ঠিক এ বিষয়েই আপনাকে জিজ্ঞাসা করতে এসেছি।
তিনি বললেন, "পুণ্য হলো তা, যার দ্বারা তোমার বক্ষ প্রশান্ত হয় (অর্থাৎ যাতে তোমার অন্তর পরিতৃপ্ত থাকে)। আর পাপ হলো তা, যা তোমার বক্ষে (অন্তরে) সন্দেহ সৃষ্টি করে বা খটকা লাগায়, যদিও লোকেরা এ ব্যাপারে তোমাকে ফতোয়া দেয় (অনুমতি দেয়)।"