الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (173)


173 - حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَسْمَلِيُّ، أنبا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، ثنا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، قَالَ : قَامَ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَوْ إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ إِلَى الْحَسَنِ، فَقَالَ : يَا أَبَا سَعِيدٍ ! إِنَّا نَسْمَعُ مِنْكَ أَحَادِيثَ تُحَدِّثُ بِهَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْنِدْهَا لَنَا، فَقَالَ : سَلْ عَمَّا بَدَا لَكَ، فَقَالَ : حَدِيثُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قِيَامِ السَّاعَةِ، فَقَالَ : حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ قُدَامَةَ، وَكَانَ امْرَأَ صِدْقٍ، عَنِ الأَسْوَدِ بْنِ سَرِيعٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : فَقَامُوا وَقَالُوا : كِدْنَا نُغْلَبُ عَلَى هَذَا الشَّيْخِ *




অনুবাদঃ আনাস ইবনে মালিক, জাবির ইবনে আব্দুল্লাহ ও আসওয়াদ ইবনে সারী‘ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর বর্ণনা সূত্রে বর্ণিত:

ইসমাঈল ইবনে ইবরাহীম অথবা ইবরাহীম ইবনে ইসমাঈল (রাহ.) হাসান আল-বসরী (রাহ.)-এর নিকট গেলেন এবং বললেন: হে আবু সাঈদ! আমরা আপনার কাছ থেকে এমন কিছু হাদীস শুনি, যা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করে থাকেন। সুতরাং (দয়া করে) আপনি সেগুলোর সনদ (বর্ণনা পরম্পরা) আমাদের নিকট উল্লেখ করুন।

তিনি (আল-হাসান) বললেন: তোমার যা জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়, জিজ্ঞাসা করো।

তখন তিনি (প্রশ্নকারী) বললেন: কিয়ামত সংঘটিত হওয়া সংক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীসটি (বলুন)।

তিনি (আল-হাসান) বললেন: আমার নিকট আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন। আর আমার নিকট জাবির ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন। আর আমার নিকট আব্দুল্লাহ ইবনে কুদামাহ (যিনি ছিলেন একজন সত্যবাদী লোক) আসওয়াদ ইবনে সারী‘ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন।

রাবী বলেন: এরপর তারা উঠে গেলেন এবং বললেন: আমরা তো প্রায় এই শাইখের (আল-হাসান আল-বসরী) নিকট হেরে যাচ্ছিলাম (অর্থাৎ তার কাছ থেকে সনদ জানার সুযোগ হাতছাড়া হতে চলেছিল)।