كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
180 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، وَزُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، قَالا : ثنا عَبْدُ الرَّزَّاقِ، أنا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ : مَا كَانَ مِنْ خُلُقٍ أَبْغَضَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْكَذِبِ، وَمَا اطَّلَعَ عَلَى أَحَدٍ مِنْ ذَلِكَ بِشَيْءٍ فَيَخْرُجُ مِنْ قَلْبِهِ حَتَّى يَعْلَمَ أَنَّهُ قَدْ أَحْدَثَ تَوْبَةً . قُلْتُ : وَأَعَادَهُ بِسَنَدِهِ مِنْ طَرِيقِ زُهَيْرٍ وَحْدَهُ، قَالَتْ : لَمْ يَكُنْ خُلُقٌ أَبْغَضَ إِلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ : ثُمَّ ذَكَرَ نَحْوَهُ . *
অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মিথ্যার চেয়ে বেশি অপছন্দনীয় কোনো স্বভাব বা চরিত্র ছিল না। তিনি যদি কারো মধ্যে মিথ্যার সামান্যতম কিছুও দেখতে পেতেন, তবে তিনি ততক্ষণ পর্যন্ত তার প্রতি অসন্তুষ্ট থাকতেন যতক্ষণ না তিনি জানতে পারতেন যে সেই ব্যক্তি খাঁটি তওবা করেছে।
তিনি (আয়িশা) আরও বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) নিকটও মিথ্যার চেয়ে ঘৃণিত কোনো স্বভাব ছিল না। (এরপর তিনি আগের হাদিসের অনুরূপ বর্ণনা করেন।)