إتحاف المهرة
Ithaful Maharah
ইতহাফুল মাহারাহ
19 - حَدِيثٌ (كم) : فِي قَوْلِ اللَّهِ عز وجل: اللَّهُ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ [سورة: النور، آية 35] . . . الْحَدِيثَ.
كم فِي التَّفْسِيرِ: أَنَا أَبُو عَبْدِ اللَّهِ الزَّاهِدُ ، ثنا أَحْمَدُ بْنُ مِهْرَانَ ، ثنا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، أنا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ ، ثنا الرَّبِيعُ بْنُ أَنَسٍ ، عَنْ أَبِي الْعَالِيَةِ ، عَنْهُ، بِهِ.
অনুবাদঃ ১৯ - হাদীস (কাম): আল্লাহর বাণী, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ (আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর) [সূরা: আন-নূর, আয়াত ৩৫] সম্পর্কে... সম্পূর্ণ হাদীস।
তাফসীরে কাম-এ রয়েছে: আমাদেরকে বর্ণনা করেছেন আবূ আব্দুল্লাহ আয-যাহিদ, তাঁকে বর্ণনা করেছেন আহমাদ ইবনু মিহরান, তাঁকে বর্ণনা করেছেন উবাইদুল্লাহ ইবনু মূসা, তাঁকে বর্ণনা করেছেন আবূ জা'ফর আর-রাযী, তাঁকে বর্ণনা করেছেন আর-রাবী' ইবনু আনাস, তিনি আবুল 'আলিয়াহ থেকে, তিনি তার (পূর্ববর্তী রাবী) থেকে, এর দ্বারা (এই হাদীসটি) বর্ণনা করেছেন।