الحديث


إتحاف المهرة
Ithaful Maharah
ইতহাফুল মাহারাহ





إتحاف المهرة (25490)


25490 - حديث (طح قط) : كان قتلَى أُحُد يؤتى بتسعة وعاشرهم حمزة، فيصلي عليهم رسول الله صلى الله عليه وسلم ثم يحملون، ثم يُؤتى بتسعة، فيصلي عليهم، وحمزة مكانه، حتى صلى عليهم.
طح في الجنائز: ثنا بكر بن إدريس، ثنا آدم، ثنا شعبة، عن حُصين بن عبد الرحمن، عنه، به.




অনুবাদঃ হুসাইন ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, উহুদের শহীদদের আনা হতো। তারা ছিল নয়জন, আর তাদের দশম ছিলেন হামযা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের ওপর (জানাযার) সালাত আদায় করতেন, তারপর তাদের বহন করে নেওয়া হতো। এরপর (অন্য) নয়জনকে আনা হতো, আর তিনি তাদের ওপর সালাত আদায় করতেন। কিন্তু হামযা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর স্থানেই থাকতেন, যতক্ষণ না তিনি তাদের সকলের ওপর সালাত আদায় করলেন।