الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (3353)


3353 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، ثنا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، ثنا طَلْحَةُ بْنُ يَحْيَى، ثنا إِبْرَاهِيمُ مَوْلًى لَنَا، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ طَلْحَةَ، أَنَّ ثَلاثَةَ نَفَرٍ مِنَ الْعُذْرِيِّينَ قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَرْسَلَ إِلَى بَعْضِ نِسَائِهِ، فَلَمْ يَكُنْ عِنْدَهُمْ شَيْءٌ يَكْفِيهِمْ، فَقَالَ : مَنْ يَكْفِيهِمْ ؟ فَقَالَ طَلْحَةُ : أَنَا أَكْفِيكُمْ، فَكَفَيْتُهُمْ، قَالَ طَلْحَةُ : فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيَّةً، فَخَرَجَ أَحَدُهُمْ فَقُتِلَ، ثُمَّ بَعَثَ سَرِيَّةً أُخْرَى، فَخَرَجَ الثَّانِي، فَقُتِلَ، ثُمَّ مَرِضَ الآخَرُ، فَضَنِيَ عَلَى فِرَاشِهِ، فَمَاتَ، فَرَآهُمْ طَلْحَةُ فِيمَا يَرَى النَّائِمُ، كَانَ أَوَّلَهُمْ دُخُولا الْجَنَّةَ الَّذِي مَاتَ عَلَى فِرَاشِهِ، ثُمَّ الثَّانِي، ثُمَّ الثَّالِثُ، فَذَكَرَ ذَلِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : ` أَلَمْ تَعْلَمْ أَنَّهُ صَلَّى أَوْ قَالَ بِصَلاتِهِ وَصَوْمِهِ وَتَسْبِيحِهِ وَكَذَا وَكَذَا `. قُلْتُ : لَهُ عِنْدَ ابْنِ مَاجَهْ حَدِيثٌ فِي رَجُلَيْنِ مِنْ بِلًى . قَالَ الْبَزَّارُ : لا نَعْلَمُ رَوَى عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ عَنْ طَلْحَةَ إِلا هَذَا *




অনুবাদঃ তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:

উযরাহ গোত্রের (আল-উযরিয়্যীন) তিনজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আগমন করলেন। তিনি তখন তাঁর কোনো এক স্ত্রীর কাছে (খাবারের জন্য) লোক পাঠালেন। কিন্তু তাঁদের কাছে এমন কিছু ছিল না যা তাদের জন্য যথেষ্ট হতে পারে। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, ‘কে তাদের দেখাশোনা করবে (বা তাদের আতিথেয়তা করবে)?’ তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, ‘আমি তাদের দেখাশোনা করব।’ অতঃপর আমিই তাদের দেখাশোনা করলাম।

তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি সেনাদল (সারিয়্যাহ) প্রেরণ করলেন। তাদের মধ্যে একজন বেরিয়ে পড়লেন এবং শহীদ হলেন। এরপর তিনি আরেকটি সেনাদল প্রেরণ করলেন। তাদের মধ্যে দ্বিতীয়জন বেরিয়ে পড়লেন এবং শহীদ হলেন। অতঃপর তৃতীয়জন অসুস্থ হয়ে পড়লেন এবং বিছানায় রোগক্লিষ্ট হয়ে মারা গেলেন।

এরপর তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ঘুমন্ত অবস্থায় তাদের (তিনজনকে) স্বপ্নে দেখলেন। (তিনি দেখলেন যে) তাদের মধ্যে যে ব্যক্তি বিছানায় মৃত্যুবরণ করেছিল, সে সবার আগে জান্নাতে প্রবেশ করল। এরপর দ্বিতীয়জন (যে শহীদ হয়েছিল), তারপর তৃতীয়জন (যে শহীদ হয়েছিল)। তিনি (তালহা) এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট উল্লেখ করলেন। তখন তিনি বললেন: ‘তুমি কি জানো না, সে তার সালাত, অথবা তিনি বলেছিলেন: তার সালাত, সাওম, তাসবিহ এবং এত এত (অন্যান্য) ইবাদতের কারণে (উচ্চ মর্যাদা লাভ করেছে)?’