كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
3357 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ هَانِئٍ، ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْمِصِّيصِيُّ، ثنا الأَوْزَاعِيُّ، عَنْ يُونُسَ بْنِ حَلْبَسٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلانِيِّ، قَالَ : دَخَلْتُ مَسْجِدَ دِمَشْقَ، فَقَعَدْتُ فِي حَلْقَةٍ، فَقَالَ رَجُلٌ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ، يَأْثِرُهُ عَنِ اللَّهِ عَزَّ وَجَلَّ : ` حَقَّتْ مَحَبَّتِي لِلْمُتَحَابِّينَ فِيَّ، وَحَقَّتْ مَحَبَّتِي لِلْمُتَوَاصِلِينَ فِيَّ، وَحَقَّتْ مَحَبَّتِي لِلْمُتَزَاوِرِينَ فِيَّ، وَحَقَّتْ مَحَبَّتِي لِلْمُتَبَاذِلِينَ فِيَّ `، فَقُلْتُ : مَنْ أَنْتَ، يَرْحَمُكَ اللَّهُ ؟ قَالَ : عُبَادَةُ بْنُ الصَّامِتِ *
অনুবাদঃ উবাদাহ ইবনুস সামিত (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, [আবু ইদ্রীস আল-খাওলানি বলেন,] আমি দামেস্কের মসজিদে প্রবেশ করে একটি মজলিসে (আলোচনাসভায়) বসলাম। তখন এক ব্যক্তি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি তা আল্লাহ আযযা ওয়া জাল্লা থেকে বর্ণনা করেছেন (অর্থাৎ হাদীসে কুদসি):
"যারা আমার (আল্লাহর) সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে, তাদের জন্য আমার ভালোবাসা সুনিশ্চিত হয়ে গেছে। যারা আমার সন্তুষ্টির জন্য সম্পর্ক রক্ষা করে (বা যোগাযোগ বজায় রাখে), তাদের জন্য আমার ভালোবাসা সুনিশ্চিত হয়ে গেছে। যারা আমার সন্তুষ্টির জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করে, তাদের জন্য আমার ভালোবাসা সুনিশ্চিত হয়ে গেছে। এবং যারা আমার সন্তুষ্টির জন্য উদারতার সাথে ব্যয় করে (বা ত্যাগ স্বীকার করে), তাদের জন্য আমার ভালোবাসা সুনিশ্চিত হয়ে গেছে।"
আমি (আবু ইদ্রীস) বললাম: আল্লাহ আপনার প্রতি দয়া করুন, আপনি কে? তিনি বললেন: (আমি) উবাদাহ ইবনুস সামিত।