الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (3404)


3404 - حَدَّثَنَا حُمَيْدُ بْنُ الرَّبِيعِ، ثنا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، ثنا شَيْبَانُ، عَنْ فِرَاسٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، فَذَكَرَ أَحَادِيثَ، ثُمَّ قَالَ : وَبِإِسْنَادِهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` مَنْ تَقَرَّبَ إِلَى اللَّهِ شِبْرًا تَقَرَّبَ إِلَيْهِ ذِرَاعًا، وَمَنْ تَقَرَّبَ إِلَيْهِ ذِرَاعًا تَقَرَّبَ مِنْهُ بَاعًا، وَمَنْ أَتَاهُ يَمْشِي أَتَاهُ هَرْوَلَةً، يَعْنِي : مِنْ سُرْعَةِ إِجَابَتِهِ لَهُ ` *




অনুবাদঃ আবু সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"যে ব্যক্তি আল্লাহর দিকে এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, তিনি (আল্লাহ্‌) তার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসেন। আর যে তাঁর দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে, তিনি তার দিকে এক বা’ (দুই বাহুর প্রসারিত দৈর্ঘ্য) পরিমাণ এগিয়ে আসেন। আর যে ব্যক্তি হেঁটে হেঁটে তাঁর কাছে আসে, তিনি দ্রুত দৌড়ে (অর্থাৎ, তার প্রতি দ্রুত সাড়া প্রদানের মাধ্যমে) তার দিকে এগিয়ে যান।"