كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
3443 - حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ أَبِي طَالِبٍ، ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : أَتَى رَجُلٌ أَهْلَهُ، فَرَأَى مَا بِهِمْ مِنَ الْحَاجَةِ، فَخَرَجَ إِلَى الْبَرِّيَّةِ، فَقَالَتِ امْرَأَتُهُ : اللَّهُمَّ ارْزُقْنَا مَا نَطْحَنُ أَوْ مَا نَعْجِنُ وَنَخْبِزُ، فَإِذَا الْجَفْنَةُ مَلأَى خُبْزًا، وَالرَّحَا تَطْحُنُ، وَالتَّنُّورُ مَلأَى جُنُوبَ شِوَاءٍ، فَجَاءَ زَوْجُهَا، فَقَالَ : عِنْدَكُمْ شَيْءٌ ؟ قَالَتْ : رِزْقُ اللَّهِ أَوْ قَدْ رَزَقَ اللَّهُ، فَرَفَعَ الرَّحَا، فَكَنَسَ حَوْلَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` لَوْ تَرَكَهَا لَطَحَنَتْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ` . قَالَ الْبَزَّارُ : لا نَعْلَمُ رَوَاهُ عَنْ هِشَام إِلا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ *
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন:
এক ব্যক্তি তার পরিবারের কাছে এলেন এবং তাদের অভাব-অনটন দেখতে পেলেন। ফলে তিনি (মনঃকষ্টে) বের হয়ে মরুভূমির দিকে চলে গেলেন। তখন তার স্ত্রী দু’আ করলেন: "হে আল্লাহ! আমাদেরকে এমন রিযিক দান করুন যা দিয়ে আমরা আটা পিষতে, খামির তৈরি করতে ও রুটি সেঁকতে পারি।"
হঠাৎ তিনি দেখলেন যে, রুটি ভর্তি একটি বড় পাত্র (জফনা), যাঁতা (রহাও) নিজে নিজেই চলছে এবং তাতে আটা পেষা হচ্ছে, আর চুল্লি (তান্নুর) ভুনা মাংসের টুকরোগুলো দিয়ে ভর্তি।
অতঃপর তার স্বামী ফিরে এসে জিজ্ঞেস করলেন: "তোমাদের কাছে কি কিছু আছে?" স্ত্রী বললেন: "এটি আল্লাহর রিযিক," অথবা বললেন, "আল্লাহই রিযিক দিয়েছেন।" লোকটি তখন যাঁতাটি উঠিয়ে নিলেন এবং এর আশেপাশে ঝাঁড়ু দিলেন (অর্থাৎ পরিষ্কার করলেন)।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: "যদি সে এটিকে (যাঁতাকে) ছেড়ে দিত, তাহলে তা কিয়ামত পর্যন্ত পিষতেই থাকত।"