المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
3 - قَالَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنِ امْرَأَةٍ مِنْ قَوْمِهِ، ` أَنَّهَا كَانَتْ إِذَا حَجَّتْ مَرَّتْ عَلَى أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ : فَقُلْتُ لَهَا : أرِينِي الإِنَاءَ الَّذِي كَانَ يَتَوَضَّأُ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ . قَالَتْ : فَأَخْرَجَتْهُ، فَقُلْتُ : هَذَا مَكُّوكُ الْمُفْتِي، فَقُلْتُ لَهَا : أَرِينِي الإِنَاءَ الَّذِي كَانَ يَغْتَسِلُ فِيهِ، فَأَخْرَجَتْهُ، فَقُلْتُ : هَذَا الْقَفِيزُ الْمُفْتِي ` . يَزِيدُ ضَعِيفٌ، وَالْمَرْأَةُ لَمْ أَعْرِفْ حَالَهَا، وَقَالَ الْحَارِثُ : حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، ثنا زَائِدَةُ، عَنْ حُصَيْنٍ ابْنَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنِ امْرَأَةٍ مِنْ قَوْمِهِ، قَالَتْ : دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقُلْتُ : أَرِينِي فَذَكَرَهُ، وَفِيهِ أَنَّهَا قَالَتْ فِي إِنَاءِ الْغُسْلِ : هَذَا مَخْتُومٌ، يَعْنِي الصَّاعَ، وَقَالَتْ فِي إِنَاءِ الْوُضُوءِ : هَذَا رُبْعُ الْمُفْتِي فِي إِسْنَادِهِ لِينٌ *
অনুবাদঃ ইয়াযিদ আর-রাকাশীর গোত্রের এক মহিলা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তিনি হজ করতেন, তখন তিনি উম্মে সালামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে দেখা করতেন।
তিনি বলেন: আমি তাঁকে (উম্মে সালামাকে) বললাম, আমাকে সেই পাত্রটি দেখান, যাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযু করতেন।
তিনি (উম্মে সালামা) সেটি বের করে আনলেন। আমি বললাম: এটি হলো মুফতীর (দ্বারা নির্ধারিত পরিমাণ) মাক্কুক (এক প্রকার পাত্র)।
এরপর আমি তাঁকে বললাম: আমাকে সেই পাত্রটি দেখান, যাতে তিনি (রাসূল ﷺ) গোসল করতেন।
তিনি সেটি বের করে আনলেন। আমি বললাম: এটি হলো মুফতীর (দ্বারা নির্ধারিত পরিমাণ) কাফীয (এক প্রকার পরিমাপ)।
(আল-হারিস কর্তৃক অন্য সূত্রে বর্ণিত বর্ণনায়) ওই মহিলা বলেছেন: আমি উম্মে সালামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে প্রবেশ করলাম এবং বললাম, আমাকে দেখান— এরপর তিনি অনুরূপ ঘটনা বর্ণনা করলেন। সেই বর্ণনায় আরও আছে যে তিনি গোসলের পাত্র সম্পর্কে বললেন: এটি হলো মাখতুম (যা সীলমোহরকৃত), অর্থাৎ এটি হলো এক সা’ (Sa‘)। আর ওযুর পাত্র সম্পর্কে বললেন: এটি হলো মুফতীর (দ্বারা নির্ধারিত পরিমাণের) এক-চতুর্থাংশ (রুব‘উল মুফতী)।
(তবে এই ইসনাদে দুর্বলতা রয়েছে।)