المسند المستخرج على صحيح مسلم
Al Musnad Al Mustakhraj `Ala Sahih Muslim
আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম
المسند المستخرج على صحيح مسلم (101)
101 - صَالِحُ بْنُ مُوسَى الطَّلْحِيُّ مِنْ أَهْلِ الْكُوفَةِ يَرْوِي الْمَنَاكِيرَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ وَغَيْرِهِ مَتْرُوك
অনুবাদঃ সালিহ ইবনু মুসা আত-তালহী, যিনি কুফার অধিবাসী ছিলেন, তিনি আব্দুল মালিক ইবনু উমাইর এবং অন্যান্যদের সূত্রে ’মানাকির’ (অগ্রহণযোগ্য/অস্বাভাবিক বর্ণনা) পেশ করতেন। তাকে ’মাতরুক’ (হাদীস বর্ণনার ক্ষেত্রে পরিত্যক্ত) হিসেবে গণ্য করা হয়।