الحديث


المسند المستخرج على صحيح مسلم
Al Musnad Al Mustakhraj `Ala Sahih Muslim
আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম





المسند المستخرج على صحيح مسلم (107)


107 - عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرِ بْنِ نَجِيحٍ الْمَدِينِيُّ وَالِدُ الإِمَامِ رَوَى عَنْ سُهَيْلٍ وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ بِالْمَنَاكِيرِ تَكَلَّمَ فِيهِ ابْنُهُ عَلِيٌّ رحمه الله وَحَكَى عَنِ ابْنِ قُتَيْبَةَ بْنِ سَعِيدٍ أَنَّهُ لَمَّا دَخَلَ بَغْدَادَ وَاجْتَمَعَ عَلَيْهِ النَّاسُ فِيهِمْ أَحْمَدُ وَأَبُو خَيْثَمَةَ حَدَّثَ عَنْ عَبْدِ اللَّهِ فَقَامَ صَبِيٌّ فَقَالَ يَا أَبَا رَجَاءٍ ابْنُهُ عَنْهُ
سَاخِطٌ حَتَّى يَرْضَى عَنْهُ




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে জা’ফর ইবনে নাজীহ আল-মাদীনী, যিনি ইমাম (আলী ইবনুল মাদীনীর) পিতা। তিনি সুহাইল এবং আব্দুল্লাহ ইবনে দীনার থেকে ’মানাকীর’ (দুর্বল বা এককভাবে প্রত্যাখ্যাত) বর্ণনা সমূহ বর্ণনা করেছেন। তাঁর সম্পর্কে তাঁর পুত্র আলী (রহিমাহুল্লাহ) নিজেও সমালোচনা করেছেন।

ইবনে কুতাইবাহ ইবনে সাঈদ থেকে বর্ণনা করা হয়েছে যে, তিনি যখন বাগদাদে প্রবেশ করলেন এবং তাঁর কাছে লোকেরা সমবেত হলো—যাদের মধ্যে (ইমাম) আহমদ (ইবনে হাম্বল) এবং আবু খাইছামাহও ছিলেন—তখন তিনি আব্দুল্লাহ (ইবনে জা’ফর) থেকে হাদীস বর্ণনা করছিলেন।

তখন একটি বালক দাঁড়িয়ে বললো, "হে আবু রাজা’ (ইবনে কুতাইবাহ), তাঁর পুত্র তাঁর প্রতি অসন্তুষ্ট, যতক্ষণ না তিনি তাঁর প্রতি সন্তুষ্ট হন (অর্থাৎ তাঁর পুত্রের কঠোর আপত্তি রয়েছে)।"