المسند المستخرج على صحيح مسلم
Al Musnad Al Mustakhraj `Ala Sahih Muslim
আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম
المسند المستخرج على صحيح مسلم (65)
65 - دَاوُدُ بْنُ عَجْلانَ الْمَكِّيُّ وَيُعْرَفُ بِالْبَجَلِيِّ أَيْضًا رَوَى عَنْهُ يَحْيَى بْنُ سُلَيْمٍ حَدَّثَ عَنْ
أَبِي عِقَالٍ عَنْ أَنَسٍ بِالْمَنَاكِيرِ لَا شَيْء
অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সূত্রে বর্ণিত হাদিসসমূহের বর্ণনাকারী সংক্রান্ত আলোচনা: দাউদ ইবনে আজলান আল-মাক্কী, যিনি আল-বাজালী নামেও পরিচিত। ইয়াহইয়া ইবনে সুলাইম তার থেকে বর্ণনা করেছেন। তিনি আবু ইক্বালের সূত্রে আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে মুনকার (অগ্রহণযোগ্য) হাদিসসমূহ বর্ণনা করতেন। তিনি (বর্ণনার ক্ষেত্রে) ‘লা শাই’ (গুরুত্বহীন/মূল্যহীন)।