المسند المستخرج على صحيح مسلم
Al Musnad Al Mustakhraj `Ala Sahih Muslim
আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম
المسند المستخرج على صحيح مسلم (68)
68 - ذَاوِدُ بْنُ عُلْبَةَ الْحَارِثِيُّ كُوفِيٌّ رَوَى عَنْ مُطَرِّفِ بْنِ طَرِيفٍ وَلَيْثٍ قَالَ يَحْيَى بْنُ مَعِينٍ لَا يُكْتَبُ حَدِيثُهُ حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُظَفَّرِ ثَنَا عَلانُ الْمِصْرِيُّ ثَنَا أَحَمْدُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ يَحْيَى بِهِ
-
অনুবাদঃ দাউদ ইবনে উলবাহ আল-হারিথী (ক্রমিক ৬৮) ছিলেন একজন কূফাবাসী। তিনি মুতাররিফ ইবনে তারীফ এবং লাইস থেকে বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবনে মাঈন (রহ.) বলেছেন: তার বর্ণিত হাদীস লিপিবদ্ধ করা উচিত নয়। এটি আমাদের নিকট বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনুল মুজাফ্ফর; তিনি ’আল্লান আল-মিসরী থেকে, তিনি আহমাদ ইবনে সাঈদ ইবনে আবী মারয়াম থেকে, তিনি ইয়াহইয়া থেকে এ বিষয়ে (বর্ণনা) করেছেন।