المسند المستخرج على صحيح مسلم
Al Musnad Al Mustakhraj `Ala Sahih Muslim
আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম
المسند المستخرج على صحيح مسلم (85)
85 - سَعِيدُ بْنُ دَاوُدَ الزُّبَيْرِيُّ الْمَدَنِيُّ يَرْوِي عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ بِالْمَنَاكِيرِ كَثِيرُ الْوَهْمِ يُكْنَى بِأَبِي عُثْمَانَ وَعَامَّةُ مَا يُقَلَّبُ عَلَى مَالِكٍ فِي نُسْخَةِ أَبِي الزِّنَادِ
অনুবাদঃ ৮৫ - সাঈদ ইবনু দাউদ আয-যুবায়রী আল-মাদানী। তিনি মালিক ইবনু আনাস (রাহিমাহুল্লাহ) থেকে মুনকার (অগ্রহণযোগ্য/দুর্বল) হাদিসসমূহ বর্ণনা করতেন। তিনি ছিলেন অধিক ভুলকারী। তাঁর কুনিয়াত বা উপনাম ছিল আবূ উসমান। আবূ আয-যিনাদের সংকলনে মালিক (রাহিমাহুল্লাহ)-এর উপর যত পরিবর্তন বা ভুলভ্রান্তি আরোপিত হয়েছে, তার অধিকাংশই তাঁর (সাঈদ ইবনু দাউদের) সূত্রে পাওয়া যায়।