المسند المستخرج على صحيح مسلم
Al Musnad Al Mustakhraj `Ala Sahih Muslim
আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম
المسند المستخرج على صحيح مسلم (93)
93 - سَلَمَةُ بْنُ وَرْدَانَ أَبُو يَعْلَى الْجُنْدَعِيُّ مَوْلًى لِبَنِي لَيْث سكن المدينه روى عَنْ
أَنَسٍ بِمَنَاكِيرَ حَدَّثَ عَنْهُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَلَهُ أَخٌ يُعْرَفُ بِعَبْدِ الرَّحْمَنِ سَكَنَ مَكَّةَ
অনুবাদঃ ৯৩ - সালামা ইবনে ওয়ারদান, যার কুনিয়াত (উপনাম) ছিল আবু ইয়া’লা আল-জুনদাঈ। তিনি ছিলেন বনু লাইস গোত্রের আযাদকৃত গোলাম (মাওলা)। তিনি মদীনায় বসবাস করতেন। তিনি আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে এমনসব বর্ণনা করেছেন যা ’মানাকীর’ (দুর্বল ও আপত্তিকর) বলে বিবেচিত। তাঁর থেকে (হাদীস) বর্ণনা করেছেন সাওরী এবং ইবনুল মুবারক। তাঁর একজন ভাই ছিলেন, যিনি আব্দুর রহমান নামে পরিচিত এবং মক্কায় বসবাস করতেন।