المسند المستخرج على صحيح مسلم
Al Musnad Al Mustakhraj `Ala Sahih Muslim
আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম
المسند المستخرج على صحيح مسلم (96)
96 - سَوَّادُ بْنُ مُصْعَبٍ الْهَمَذَانِيُّ الْكُوفِيُّ مَتْرُوكُ الْحَدِيثِ حَدَّثَ عَنْ كُلَيْبِ بْنِ وَائِلٍ عَنِ ابْنِ عُمَرَ بِالْمَنَاكِيرِ وَرَوَى عَنِ الأَعْمَشِ وَابْنِهِ أَبِي بَكْرِ بْنِ أَبِي خَالِدٍ وَعَطِيَّةَ أَيْضًا
অনুবাদঃ ৯৬. সাওয়াদ ইবনু মুসআব আল-হামাদানী আল-কুফী হাদীস বর্ণনার ক্ষেত্রে ’মাতরুক’ (পরিত্যাজ্য হিসেবে চিহ্নিত)। তিনি কুলাইব ইবনু ওয়ায়েলের সূত্রে ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে মুনকার (অস্বীকৃত ও আপত্তিকর) হাদীসসমূহ বর্ণনা করেছেন। তিনি আল-আ’মাশ, তাঁর পুত্র আবূ বকর ইবনু আবী খালিদ এবং আতিয়্যা থেকেও হাদীস বর্ণনা করেছেন।