الحديث


المسند المستخرج على صحيح مسلم
Al Musnad Al Mustakhraj `Ala Sahih Muslim
আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম





المسند المستخرج على صحيح مسلم (98)


98 - سُفْيَانُ بْنُ مُحَمَّدٍ الْفَزَارِيُّ رَوَى عَنِ ابْنِ عُيَيْنَةَ وَابْنِ وَهْبٍ بِالْمَنَاكِيرِ رَوَى عَنْهُ ابْنُ قُتَيْبَةَ وَغَيره لَا شَيْء

-‌




অনুবাদঃ ৯৮ – সুফিয়ান ইবনে মুহাম্মাদ আল-ফাযারী। তিনি ইবনে উয়াইনাহ এবং ইবনে ওয়াহাব থেকে মুনকার (অগ্রহণযোগ্য) বর্ণনা করেছেন। তাঁর থেকে ইবনে কুতায়বাহ ও অন্যান্যরা বর্ণনা করেছেন। [নির্ভরযোগ্যতার ক্ষেত্রে] তিনি] ’লা শাই’ (অর্থাৎ, তিনি তেমন কোনো নির্ভরযোগ্য নন)।