موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
13 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن عَمِّهِ أَبِي سُهَيلِ بْنِ مَالكٍ، عَن أَبِيهِ، أَنَّهُ قَالَ: كُنتُ أَرَى طِنْفَسَةً لِعَقِيلِ بنِ أَبِي طَالِبٍ يومَ الْجُمُعَةِ، تُطرَحُ إِلى جِدَارِ الْمَسْجِدِ الْغَرْبِيِّ، فَإِذَا غَشِيَ الطِّنْفِسَةَ كُلَّهَا ظِلُّ الْجِدَارِ خَرَجَ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَصَلَّى الْجُمُعَةَ.
قَالَ مَالِكٌ: ثُمَّ نَرْجِعُ بَعْدَ صَلاَةِ الْجُمُعَةِ فَنَقِيلُ قَائِلَةَ الضَّحَاءِ.
অনুবাদঃ আবূ সুহাইল (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর পিতা থেকে বর্ণিত:
তিনি বলেন, আমি জুমুআর দিন আকীল ইবনে আবি তালিবের একটি মোটা আসন (কার্পেট বা পাটি) দেখতাম, যা মসজিদের পশ্চিম দিকের প্রাচীরের কাছে বিছিয়ে রাখা হতো। যখন প্রাচীরের ছায়া সেই আসনটিকে পুরোপুরি ঢেকে ফেলত, তখন উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) (ঘর থেকে) বের হতেন এবং জুমুআর সালাত আদায় করতেন।
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেন: এরপর আমরা জুমুআর সালাত আদায় শেষে ফিরে আসতাম এবং দ্বিপ্রহরের হালকা বিশ্রাম (কায়লুলাহ) গ্রহণ করতাম।