موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (14)
14 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن عَمْرِو بْنِ يَحيَى الْمَازِنِيِّ، عنِ ابْنِ أَبِي سَلِيطٍ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ صَلَّى الْجُمُعَةَ بِالْمَدِينَةِ، وَصَلَّى الْعَصْرَ بِمَلَلٍ.
قَالَ مَالِكٌ: وَذَلِكَ لِلتَّهْجِيرِ وَسُرْعَةِ السَّيْرِ.
অনুবাদঃ ইবনু আবী সালীত্ব থেকে বর্ণিত:
নিশ্চয়ই উসমান ইবনু আফ্ফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) মদীনায় জুমআর সালাত আদায় করলেন, এবং (সেখান থেকে যাত্রা করে) মাল্ল নামক স্থানে আসরের সালাত আদায় করলেন।
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেন: এটি ছিল জুমআর পর দুপুরেই তাড়াতাড়ি সফরের প্রস্তুতি নেওয়া এবং দ্রুত পথচলার ফল।