الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (22)


22 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ انْصَرَفَ مِنْ صَلاَةِ الْعَصْرِ، فَلَقِيَ رَجُلاً لَمْ يَشْهَدِ الْعَصْرَ، فَقَالَ عُمَرُ: مَا حَبَسَكَ عَن صَلاَةِ الْعَصْرِ؟ فَذَكَرَ لَهُ الرَّجُلُ عُذْرًا، فَقَالَ عُمَرُ: طَفَّفْتَ.
قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: وَيُقَالُ: لِكُلِّ شَيْءٍ وَفَاءٌ وَتَطْفِيفٌ.




অনুবাদঃ উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:

তিনি আসরের সালাত শেষে ফিরছিলেন। এমন সময় তিনি এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন, যে আসরের সালাতে উপস্থিত হয়নি। উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাকে জিজ্ঞেস করলেন: "আসরের সালাত থেকে কিসে তোমাকে বিরত রাখল?" লোকটি তাঁকে একটি ওযর (অজুহাত) পেশ করল। তখন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "তুমি ঘাটতি করেছ।"

ইয়াহইয়া (রহ.) বলেন: মালেক (রহ.) বলেছেন, এবং বলা হয়ে থাকে: প্রতিটি জিনিসেরই পূর্ণতা (ওয়াফা) এবং ঘাটতি (তাফফীফ) রয়েছে।