موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2722)
2722 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: إِنَّ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَابْرُدُوهَا بِالْمَاءِ.
অনুবাদঃ উরওয়াহ ইবনু যুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“নিশ্চয়ই জ্বর হলো জাহান্নামের উষ্ণ বাষ্প থেকে সৃষ্ট। সুতরাং তোমরা পানি দ্বারা একে ঠান্ডা করো।”