موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2723)
2723 - حَدَّثَنِي عَن مَالِكٍ؛ أَنَّهُ بَلَغَهُ عَن جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: إِذَا عَادَ الرَّجُلُ الْمَرِيضَ، خَاضَ الرَّحْمَةَ، حَتَّى إِذَا قَعَدَ عِنْدَهُ، قَرَّتْ فِيهِ أَوْ نَحْوَ هَذَا.
অনুবাদঃ জাবির ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যখন কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তখন সে রহমতের মধ্যে অবগাহন করে (ডুবে যায়)। এমনকি যখন সে রোগীর পাশে বসে, তখন রহমত তার মধ্যে স্থির হয় (বা তার উপর নেমে আসে)— অথবা এই জাতীয় কোনো কথা তিনি বলেছেন।