موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
2724 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ؛ أَنَّهُ بَلَغَهُ عَن بُكَيْرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الأَشَجِّ، عَنِ ابْنِ عَطِيَّةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: لاَ عَدْوَى، وَلاَ هَامَ، وَلاَ صَفَرَ، وَلاَ يَحُلَّ الْمُمْرِضُ عَلَى الْمُصِحِّ، وَلْيَحْلُلِ الْمُصِحُّ حَيْثُ شَاءَ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، وَمَا ذَاكَ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: إِنَّهُ أَذًى.
অনুবাদঃ ইবনু আতিয়্যাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
রোগ-সংক্রমণ (স্বয়ংক্রিয়ভাবে) বলতে কিছু নেই, আর হামা (অশুভ পাখির লক্ষণ) বলতে কিছু নেই, আর সফর (অশুভ মাস বা রোগ সংক্রান্ত কুসংস্কার) বলতে কিছু নেই। আর কোনো অসুস্থ ব্যক্তি যেন সুস্থ ব্যক্তির কাছে অবস্থান না করে, এবং সুস্থ ব্যক্তি যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করতে পারে।
তখন সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! এর কারণ কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: নিশ্চয় এটি (সুস্থ ব্যক্তির জন্য) কষ্টকর (বা ক্ষতিকারক)।