الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2734)


2734 - قَالَ يَحيَى: سَمِعْتُ مَالِكًا يَقُولُ فِي صَبْغِ الشَّعَرِ بِالسَّوَادِ: لَمْ أَسْمَعْ فِي ذَلِكَ شَيْئًا مَعْلُومًا، وَغَيْرُ ذَلِكَ مِنَ الصِّبْغِ أَحَبُّ إِلَيَّ.




অনুবাদঃ ইয়াহইয়া (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইমাম মালিক (রাহিমাহুল্লাহ)-কে চুল কালো রং করার বিষয়ে বলতে শুনেছি যে, ‘আমি এই বিষয়ে কোনো নির্দিষ্ট বা সুস্পষ্ট কিছু শুনিনি। আর তা (কালো রং) ব্যতীত অন্য রং ব্যবহার করে চুল রং করা আমার কাছে অধিক প্রিয়।’