الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2744)


2744 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَن أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، أَنَّهُ قَالَ: دَخَلْتُ مَسْجِدَ دِمَشْقَ، فَإِذَا فَتًى شَابٌّ بَرَّاقُ الثَّنَايَا، وَإِذَا النَّاسُ مَعَهُ، إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَسْنَدُوا إِلَيْهِ، وَصَدَرُوا عَن قَوْلِهِ، فَسَأَلْتُ عَنهُ، فَقِيلَ: هَذَا مُعَاذُ بْنُ جَبَلٍ، فَلَمَّا كَانَ الْغَدُ، هَجَّرْتُ، فَوَجَدْتُهُ قَدْ سَبَقَنِي بِالتَّهْجِيرِ، وَوَجَدْتُهُ يُصَلِّي، قَالَ: فَانْتَظَرْتُهُ حَتَّى قَضَى صَلاَتَهُ، ثُمَّ جِئْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ، ثُمَّ قُلْتُ: وَاللَّهِ إِنِّي لأُحِبُّكَ لِلَّهِ، فَقَالَ: آللَّهِ؟ فَقُلْتُ: آللَّهِ، فَقَالَ: آللَّهِ؟ فَقُلْتُ: آللَّهِ، فَقَالَ: آللَّهِ؟ فَقُلْتُ: آللَّهِ، قَالَ: فَأَخَذَ بِحُبْوَةِ رِدَائِي، فَجَبَذَنِي إِلَيْهِ، وَقَالَ: أَبْشِرْ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ يَقُولُ: قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: وَجَبَتْ مَحَبَّتِي لِلْمُتَحَابِّينَ فِيَّ، وَالْمُتَجَالِسِينَ فِيَّ، وَالْمُتَزَاوِرِينَ فِيَّ، وَالْمُتَبَاذِلِينَ فِيَّ.




অনুবাদঃ আবু ইদরীস আল-খাওলানী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি দামেশকের মসজিদে প্রবেশ করলাম। সেখানে দেখলাম এক যুবককে, যাঁর দাঁতগুলো (হাসলে) ঝকঝক করে। দেখলাম, লোকেরা তাঁর সাথে রয়েছে। তারা যখন কোনো বিষয়ে মতবিরোধ করত, তখন তারা তাঁর দিকেই বিষয়টি সোপর্দ করত এবং তাঁর কথা অনুসারেই মীমাংসা করত। আমি তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করলে আমাকে বলা হলো: ইনি মু’আয ইবনু জাবাল (রাদ্বিয়াল্লাহু আনহুমা)।

পরের দিন আমি খুব সকালে (মসজিদে) গেলাম, কিন্তু দেখলাম, তিনি আমার আগেই ভোরে চলে এসেছেন। আর দেখলাম, তিনি সালাত আদায় করছেন। তিনি বলেন: আমি তাঁর সালাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর আমি তাঁর সামনের দিকে এগিয়ে গেলাম এবং তাঁকে সালাম দিলাম। তারপর বললাম: আল্লাহর শপথ, আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি।

তিনি (মু’আয) বললেন: আল্লাহর কসম? আমি বললাম: আল্লাহর কসম! তিনি বললেন: আল্লাহর কসম? আমি বললাম: আল্লাহর কসম! তিনি বললেন: আল্লাহর কসম? আমি বললাম: আল্লাহর কসম!

তিনি (আবূ ইদরীস) বললেন: এরপর তিনি আমার চাদরের কাছা ধরে আমাকে নিজের দিকে টেনে নিলেন এবং বললেন: সুসংবাদ গ্রহণ করো! কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন: "যারা আমার (সন্তুষ্টির) জন্য একে অপরকে ভালোবাসে, আমার জন্য একত্র হয়, আমার জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং আমার জন্য নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের প্রতি আমার ভালোবাসা আবশ্যক হয়ে যায়।"