الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2755)


2755 - قَالَ يَحيَى: سَمِعْتُ مَالِكًا يَقُولُ: لاَ خَيْرَ فِي الشَّطْرَنْجِ، وَكَرِهَهَا، وَسَمِعْتُهُ يَكْرَهُ اللَّعِبَ بِهَا، وَبِغَيْرِهَا مِنَ الْبَاطِلِ، وَيَتْلُو هَذِهِ الآيَةَ: {فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلاَّ الضَّلاَلُ}.




অনুবাদঃ ইয়াহইয়া (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইমাম মালিক (রাহিমাহুল্লাহ)-কে বলতে শুনেছি: শতরঞ্জে (দাবা খেলায়) কোনো কল্যাণ নেই, এবং তিনি এটিকে অপছন্দ করতেন। আমি তাকে দাবা খেলা এবং এ জাতীয় অন্যান্য বাতিল (অনর্থক) খেলাধুলা অপছন্দ করতে শুনেছি। আর তিনি (তাঁর মতের সমর্থনে) এই আয়াতটি তিলাওয়াত করতেন: **{সুতরাং সত্যের পর ভ্রষ্টতা ছাড়া আর কী থাকতে পারে?}** (সূরা ইউনুস, ১০:৩২)।