الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2756)


2756 - حَدَّثَنِي عَن مَالِكٍ، عَن زَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي، وَإِذَا سَلَّمَ مِنَ الْقَوْمِ وَاحِدٌ أَجْزَأَ عَنهُمْ.




অনুবাদঃ যায়দ ইবনে আসলাম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

আরোহী ব্যক্তি পদাতিক ব্যক্তিকে সালাম দেবে। আর যখন কোনো দলের পক্ষ থেকে একজন ব্যক্তি (অপরকে) সালাম দেয়, তখন তা তাদের সকলের জন্য যথেষ্ট হয়ে যায়।