موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2791)
2791 - حَدَّثَنِي مَالِكٌ، عَن حُمَيْدٍ الطَّوِيلِ، عَن أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ: احْتَجَمَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، حَجَمَهُ أَبُو طَيْبَةَ، فَأَمَرَ لَهُ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ بِصَاعٍ مِنْ تَمْرٍ، وَأَمَرَ أَهْلَهُ أَنْ يُخَفِّفُوا عَنهُ مِنْ خَرَاجِهِ.
অনুবাদঃ আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগান (রক্ত মোক্ষণ করান)। আবূ তাইবাহ তাঁর জন্য শিঙ্গা লাগানোর কাজটি করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে (আবূ তাইবাহকে) এক ‘সা’ পরিমাণ খেজুর দেওয়ার নির্দেশ দেন এবং তিনি তার পরিবারকে নির্দেশ দেন যেন তারা তার খারাজ (নির্দিষ্ট খাজনা বা কর) কমিয়ে দেয়।