موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2807)
2807 - وَحَدَّثَنِي مَالِكٌ؛ أَنَّهُ بَلَغَهُ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ يَذْهَبُ إِلَى الْعَوَالِي كُلَّ يَوْمِ سَبْتٍ، فَإِذَا وَجَدَ عَبْدًا فِي عَمَلٍ لاَ يُطِيقُهُ وَضَعَ عَنهُ مِنْهُ.
অনুবাদঃ উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি প্রতি শনিবার ’আল-আওয়ালী’ (মদীনার উচ্চভূমি সংলগ্ন এলাকা) তে যেতেন। অতঃপর তিনি যখন কোনো দাস বা শ্রমিককে এমন কোনো কাজ করতে দেখতেন যা সে বহন করতে বা করার ক্ষমতা রাখে না, তখন তিনি তার থেকে সেই কাজের বোঝা কমিয়ে দিতেন।