موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
2808 - وَحَدَّثَنِي مَالِكٌ، عَن عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ، عَن أَبِيهِ، أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَهُوَ يَخْطُبُ وَهُوَ يَقُولُ: لاَ تُكَلِّفُوا الأَمَةَ غَيْرَ ذَاتِ الصَّنْعَةِ، الْكَسْبَ، فَإِنَّكُمْ مَتَى كَلَّفْتُمُوهَا ذَلِكَ، كَسَبَتْ بِفَرْجِهَا، وَلاَ تُكَلِّفُوا الصَّغِيرَ الْكَسْبَ، فَإِنَّهُ إِذَا لَمْ يَجِدْ سَرَقَ، وَعِفُّوا إِذْ أَعَفَّكُمُ اللهُ، وَعَلَيْكُمْ مِنَ الْمَطَاعِمِ بِمَا طَابَ مِنْهَا.
অনুবাদঃ উসমান ইবনে আফফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি খুতবা দেওয়ার সময় বলছিলেন:
"যে দাসী কোনো কাজে পারদর্শী নয়, তাকে উপার্জনের (টাকা রোজগারের) দায়িত্ব দিও না। কারণ, তোমরা যখন তাকে এই কাজের দায়িত্ব দেবে, তখন সে তার লজ্জাস্থান দ্বারা উপার্জন করবে (অর্থাৎ ব্যভিচারের মাধ্যমে অর্থ উপার্জন করবে)। আর ছোট/অপ্রাপ্তবয়স্কদের উপার্জনের দায়িত্ব দিও না। কারণ, সে যদি (বৈধ পথে) উপার্জন করতে না পারে, তবে চুরি করবে। তোমরা সচ্চরিত্র জীবন যাপন করো, যেহেতু আল্লাহ তোমাদেরকে সচ্চরিত্র রেখেছেন। আর পানাহার সামগ্রীর মধ্যে যা উত্তম ও পবিত্র, তা তোমাদের জন্য গ্রহণ করা আবশ্যক।"