موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2814)
2814 - حَدَّثَنِي مَالِكٌ، عَن عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَن عَبْدِ اللهِ بْنِ عُمَرَ؛ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: مَنْ قَالَ لأَخِيهِ كَافِرٌ، فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا.
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি তার (মুসলিম) ভাইকে ‘কাফির’ বলে, তবে তাদের দুজনের মধ্যে একজন সেই শব্দটি (অর্থাৎ কুফরের দায়ভার) নিয়ে ফিরে আসে।”