الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2813)


2813 - وَحَدَّثَنِي مَالِكٌ، عَن عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَتَبَ إِلَى عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ يُبَايِعُهُ، فَكَتَبَ إِلَيْهِ: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، أَمَّا بَعْدُ: لِعَبْدِ اللهِ عَبْدِ الْمَلِكِ أَمِيرِ الْمُؤْمِنِينَ، سَلاَمٌ عَلَيْكَ، فَإِنِّي أَحْمَدُ إِلَيْكَ اللهَ، الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ، وَأُقِرُّ لَكَ بِالسَّمْعِ وَالطَّاعَةِ عَلَى سُنَّةِ اللهِ، وَسُنَّةِ رَسُولِهِ، فِيمَا اسْتَطَعْتُ.




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি আব্দুল মালিক ইবনু মারওয়ানের নিকট তাঁর বাইআত (আনুগত্যের শপথ) প্রদান করে একটি পত্র লিখেছিলেন। তিনি তাতে লিখেছিলেন:

"বিসমিল্লাহির রাহমানির রাহীম। অতঃপর (মূল কথা হলো): আল্লাহর বান্দা, আমীরুল মু’মিনীন আব্দুল মালিকের উদ্দেশ্যে (এই পত্র)। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি আপনার নিকট সেই আল্লাহর প্রশংসা করছি, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ (উপাস্য) নেই। আর আমি আপনার জন্য আল্লাহ্‌র সুন্নাহ এবং তাঁর রাসূলের সুন্নাহ অনুসারে, আমার সাধ্যমতো শোনা ও আনুগত্য করার স্বীকারোক্তি দিচ্ছি।"