موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2817)
2817 - وَحَدَّثَنِي مَالِكٌ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، أَنَّ عِيسَى ابْنَ مَرْيَمَ لَقِيَ خِنْزِيرًا بِالطَّرِيقِ، فَقَالَ لَهُ: انْفُذْ بِسَلاَمٍ، فَقِيلَ لَهُ: تَقُولُ هَذَا لِخِنْزِيرٍ؟ فَقَالَ عِيسَى: إِنِّي أَخَافُ أَنْ أُعَوِّدَ لِسَانِي النُّطْقَ بِالسُّوءِ.
অনুবাদঃ ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:
ঈসা ইবনে মারইয়াম (আঃ) পথে একটি শুকরের দেখা পেলেন। তিনি তাকে বললেন, "শান্তিতে চলে যাও।"
তখন তাঁকে জিজ্ঞেস করা হলো, "আপনি একটি শুকরকে এই কথা বলছেন?"
ঈসা (আঃ) বললেন, "আমি এই ভয় করি যে, আমি আমার জিহ্বাকে খারাপ কথা বলার অভ্যাস করিয়ে ফেলব।"