الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2818)


2818 - حَدَّثَنِي مَالِكٌ، عَن مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَلْقَمَةَ، عَن أَبِيهِ، عَن بِلاَلِ بْنِ الْحَارِثِ الْمُزَنِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: إِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللهِ، مَا كَانَ يَظُنُّ أَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ، يَكْتُبُ اللهُ لَهُ بِهَا رِضْوَانَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ، وَإِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللهِ، مَا كَانَ يَظُنُّ أَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ، يَكْتُبُ اللهُ لَهُ بِهَا سَخَطَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ.




অনুবাদঃ বিলাল ইবনুল হারিস আল-মুযানী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"নিশ্চয়ই কোনো ব্যক্তি আল্লাহ্‌ তাআলার সন্তুষ্টিমূলক এমন একটি কথা বলে, যার গুরুত্ব বা তাৎপর্য কতদূর পৌঁছাবে, তা সে ধারণা করেনি। এর বিনিময়ে আল্লাহ্‌ তার জন্য তাঁর সন্তুষ্টি লিখে দেন, যেই দিন সে তাঁর (আল্লাহ্‌র) সাথে সাক্ষাৎ করবে।

আর নিশ্চয়ই কোনো ব্যক্তি আল্লাহ্‌র অসন্তুষ্টিমূলক (ক্রোধমূলক) এমন একটি কথা বলে, যার গুরুত্ব বা তাৎপর্য কতদূর পৌঁছাবে, তা সে ধারণা করেনি। এর বিনিময়ে আল্লাহ্‌ তার জন্য তাঁর অসন্তুষ্টি লিখে দেন, যেই দিন সে তাঁর (আল্লাহ্‌র) সাথে সাক্ষাৎ করবে।"