موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2825)
2825 - وَحَدَّثَنِي مَالِكٌ، عَن زَيْدِ بْنِ أَسْلَمَ، عَن أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ دَخَلَ عَلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَهُوَ يَجْبِذُ لِسَانَهُ، فَقَالَ لَهُ عُمَرُ: مَهْ غَفَرَ اللهُ لَكَ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ هَذَا أَوْرَدَنِي الْمَوَارِدَ.
অনুবাদঃ আসলাম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আবু বকর সিদ্দীক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে প্রবেশ করলেন, তখন তিনি নিজের জিহ্বা ধরে টানছিলেন। উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁকে বললেন, “থামুন! আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন।” তখন আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, “নিঃসন্দেহে এটি (জিহ্বা) আমাকে বহু কঠিন পরিস্থিতিতে উপনীত করেছে।”