موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
2829 - وَحَدَّثَنِي مَالِكٌ، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ كَانَ يَقُولُ: عَلَيْكُمْ بِالصِّدْقِ، فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَالْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَالْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، أَلاَ تَرَى أَنَّهُ يُقَالُ: صَدَقَ وَبَرَّ، وَكَذَبَ وَفَجَرَ.
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলতেন:
তোমরা অবশ্যই সততাকে আঁকড়ে ধরবে। কারণ সততা পুণ্যের (নেকীর) দিকে পরিচালিত করে, আর পুণ্য জান্নাতের দিকে পরিচালিত করে।
আর তোমরা মিথ্যাকে সম্পূর্ণরূপে বর্জন করবে। কারণ মিথ্যা পাপাচারের (দুষ্কর্মের) দিকে পরিচালিত করে, আর পাপাচার জাহান্নামের দিকে পরিচালিত করে।
তোমরা কি লক্ষ্য করো না যে, (সত্যবাদী সম্পর্কে) বলা হয়: ‘সে সত্য বলেছে এবং নেকী অর্জন করেছে’ এবং (মিথ্যাবাদী সম্পর্কে বলা হয়) ‘সে মিথ্যা বলেছে এবং দুষ্কর্ম করেছে’?