الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2832)


2832 - وَحَدَّثَنِي مَالِكٌ، عَن صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، أَنَّهُ قَالَ: قِيلَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا؟ فَقَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلاً؟ فَقَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا؟ فَقَالَ: لاَ.




অনুবাদঃ সাফওয়ান ইবনু সুলাইম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত,

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলো: কোনো মু’মিন কি কাপুরুষ হতে পারে? তিনি বললেন: হ্যাঁ। অতঃপর তাঁকে জিজ্ঞাসা করা হলো: কোনো মু’মিন কি কৃপণ হতে পারে? তিনি বললেন: হ্যাঁ। এরপর তাঁকে জিজ্ঞাসা করা হলো: কোনো মু’মিন কি মিথ্যাবাদী হতে পারে? তিনি বললেন: না।