موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2831)
2831 - وحَدَّثَنِي مَالِكٌ، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ كَانَ يَقُولُ: لاَ يَزَالُ الْعَبْدُ يَكْذِبُ، وَتُنْكَتُ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ، حَتَّى يَسْوَدَّ قَلْبُهُ، فَيُكْتَبَ عِنْدَ اللهِ مِنَ الْكَاذِبِينَ.
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
বান্দা যখন মিথ্যা বলতে থাকে, তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়তে থাকে, যতক্ষণ না তার পুরো অন্তর কালো হয়ে যায়। অতঃপর আল্লাহ্র নিকট তাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হিসেবে লিখে দেওয়া হয়।