موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2838)
2838 - قَالَ مَالِكٌ: وَبَلَغَنِي أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ كَانَ يَقُولُ: أَدْرَكْتُ النَّاسَ وَمَا يَعْجَبُونَ بِالْقَوْلِ.
قَالَ مَالِكٌ: يُرِيدُ بِذَلِكَ الْعَمَلَ، إِنَّمَا يُنْظَرُ إِلَى عَمَلِهِ، وَلاَ يُنْظَرُ إِلَى قَوْلِهِ.
অনুবাদঃ আল-কাসিম ইবনে মুহাম্মাদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলতেন: আমি এমন মানুষদের পেয়েছি যারা কথার দ্বারা বিমোহিত হতেন না।
ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) বলেন: তিনি এর দ্বারা আমলকে (কর্মকে) বোঝাতে চেয়েছেন। কেননা, মানুষের কেবল তার আমলের দিকেই দৃষ্টি দেওয়া হতো, তার কথার দিকে নয়।